ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উদ্যাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১৯৫১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পাস করা ৭৫টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
‘আলোকিত ১৫০ সুন্দর পৃথিবীর জন্য আমরা’ স্লোগানে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আবেশের আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে মুক্তিযুদ্ধ ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য নিয়ে প্রদর্শনী, লাঠিখেলা এবং আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এ আয়োজনে স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতী শিক্ষার্থী ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার 

















