০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের কারণে স্থগিত সুনামগঞ্জ চেম্বার নির্বাচন

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনায় সকল পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন বাতিল করা হয়।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চেম্বার ভবনে ভোট গ্রহণের কথা ছিল। নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্য থেকে ১৫ জন এবং সহযোগী সদস্যদের মধ্য থেকে ৬ জনসহ মোট ২১ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে নির্বাচিত পরিচালকরা সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করতেন।

ডেপুটি কালেক্টর ও নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এস. এম. ইয়াসীর আরাফাতের স্বাক্ষরিত তফসিল অনুযায়ী ইতোমধ্যে ভোটার তালিকা ও প্রার্থী তালিকাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছিল। এবারের নির্বাচনে মোট ৭৪২ জন ভোটারের নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

চেম্বার সূত্রে জানা গেছে, নির্বাচন স্থগিত হলেও নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে নির্বাচনের নতুন সময়সূচি জানানো হবে।

জনপ্রিয় পোস্ট

জাতীয় নির্বাচনের কারণে স্থগিত সুনামগঞ্জ চেম্বার নির্বাচন

জাতীয় নির্বাচনের কারণে স্থগিত সুনামগঞ্জ চেম্বার নির্বাচন

আপডেট সময় : ০৯:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনায় সকল পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন বাতিল করা হয়।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চেম্বার ভবনে ভোট গ্রহণের কথা ছিল। নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্য থেকে ১৫ জন এবং সহযোগী সদস্যদের মধ্য থেকে ৬ জনসহ মোট ২১ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে নির্বাচিত পরিচালকরা সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করতেন।

ডেপুটি কালেক্টর ও নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এস. এম. ইয়াসীর আরাফাতের স্বাক্ষরিত তফসিল অনুযায়ী ইতোমধ্যে ভোটার তালিকা ও প্রার্থী তালিকাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছিল। এবারের নির্বাচনে মোট ৭৪২ জন ভোটারের নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

চেম্বার সূত্রে জানা গেছে, নির্বাচন স্থগিত হলেও নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে নির্বাচনের নতুন সময়সূচি জানানো হবে।