দেশে টানা পাঁচ মাস ধরে রপ্তানি আয় কমার ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ১৪ দশমিক ২৫ শতাংশ। এ মাসে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে।
রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
ইপিবির তথ্যানুযায়ী, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পেও বড় ধরনের নেতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিসেম্বরে পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ১৪ দশমিক ২৩ শতাংশ কমেছে। এ খাত থেকে আয় হয়েছে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি।
তবে আশার দিক হলো, ডিসেম্বরে মোট রপ্তানি আয় আগের মাস নভেম্বরের তুলনায় ১ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এতে রপ্তানি খাতে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে এক বিবৃতিতে ইপিবি জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও মাসওয়ারি এই বৃদ্ধি রপ্তানি খাতে সীমিত স্থিতিশীলতার বার্তা দিচ্ছে।
এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) দেশের মোট রপ্তানি আয় হয়েছে ২৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
স্টাফ রিপোর্টার 













