ফিলিস্তিনের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা মোহাম্মদ বকরী আর নেই। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ৭২ বছর বয়সে তিনি মারা যান বলে পরিবার জানিয়েছে। এদিন তার জন্মস্থান অধিকৃত ফিলিস্তিনের বি’নেহতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
শোকবার্তায় তাঁর ছেলে ও অভিনেতা সালেহ বকরী তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। আশির দশকে অভিনয় জীবন শুরু করা মোহাম্মদ বকরী আরবি ও হিব্রু—উভয় ভাষার থিয়েটার ও চলচ্চিত্রে অভিনয় করেন। কোস্টা-গাভ্রাস পরিচালিত ‘হানাকে’ চলচ্চিত্র দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়।
১৯৮৪ সালের ‘বিয়ন্ড দ্য ওয়ালস’সহ বহু আলোচিত চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও তিনি পরিচিতি পান। তাঁর নির্মিত তথ্যচিত্র ‘জেনিন’ (২০০২) ইসরায়েলে বিতর্কের জন্ম দেয় এবং পরে নিষিদ্ধ হয়। এ নিয়ে দীর্ঘ আইনি লড়াই চালালেও ২০২২ সালে সর্বোচ্চ আদালতে তাঁর আপিল খারিজ হয়।
স্টাফ রিপোর্টার 













