সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাটের বাসিন্দা শাম্মী ইসলাম লিপি (৩৭) বেশ কয়েক মাস ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি চার দফা কেমোথেরাপি নিয়েছেন। চিকিৎসকরা এখন তাঁর অপারেশন, পরবর্তীতে অতিরিক্ত কেমোথেরাপি ও রেডিও থেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
লিপির স্বামী একজন সাধারণ ব্যবসায়ী। ধার-দেনা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে গেলেও এখন চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে শাম্মী ইসলাম লিপি ক্যান্সার সার্জন প্রফেসর সায়েফ উদ্দীন আহমদের তত্ত্বাবধানে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুই সন্তানের জননী লিপি বাঁচতে চান, সন্তানদের কোলে ফিরে যেতে চান। তিনি সমাজের সহৃদয়বান ও মানবিক ব্যক্তিদের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন, যেন তাঁর চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হয়।
সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
সাইফুল ইসলাম সুমন (রোগীনির স্বামী)
মোবাইল: ০১৭১১-৯১০৫৭৩
আপনার সহানুভূতি ও দোয়া একজন মায়ের জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আলো।
স্টাফ রিপোর্টার 













